এই ডেটা ডিটক্স কিট এ দেয়া স্পষ্ট নির্দেশ এবং বাস্তব উপায় জনগণ কে নিজের অনলাইন জীবনের প্রতিটা দিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
ওয়েবপেজ এর বিভ্রান্তিকর গঠন কি ভাবে আপনাকে প্ররোচিত করে পেজস্রষ্টার পূর্বনির্দিষ্ট পথ অনুসরণ করতে
ডার্কপ্যাটার্ন্স এর মূল উদ্দেশ্য জনগণকে প্রলুব্ধ বা উত্তেজিত করে কোনো সাইট এ রেজিস্টার করানো, বা কোনো প্রোডাক্ট বিক্রয়, বা বাড়তি ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বাধ্য করা। প্রযুক্তি ভিত্তিক প্ৰতিষ্ঠান বা টেক কোম্পানি রা ক্রমবর্ধমান চেষ্টা চালাচ্ছে ডার্কপ্যাটার্ন্স ব্যবহার করে আমাদের পছন্দ অপছন্দের ওপর প্রভাব ফেলতে। মাঝে মধ্যে তাদের চালাকিগুলো ধরে ফেলা গেলেও, বেশিরভাগ সময়েই কিন্তু এগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়।