ডেটা ডিটক্স কিট এর ব্যাপারে
এই ডেটা ডিটক্স কিট এ দেয়া স্পষ্ট নির্দেশ এবং বাস্তব উপায় জনগণ কে নিজের অনলাইন জীবনের প্রতিটা দিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই উপায় গুলি কাজে লাগিয়ে তারা উচিত সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের ডিজিটাল জীবনে দরকারি পরিবর্তন আনতে পারবেন|
এই কিট টা পৃথিবীর বিভিন্ন কোমপানি, শিক্ষা প্রতিষ্ঠান এবং লাইব্রেরি তে ব্যবহার করা হয়ে এবং ১০০র বেশি মিডিয়া আউটলেটে, যেমন ওগ, বি বি সি আর ফোর্বসে বিশেষ জায়গা পেয়েছে। ২০১৭ তে গ্লাস রুম লন্ডন এ আরম্ভ হওয়ার পর থেকে ডেটা ডিটক্স কিট সমানে বিস্তৃত এবং বিকশিত হয়ে চলেছে| তাই নতুন তথ্য জানতে হলে ট্যাকটিক্যাল টেক এর ওয়েবসাইট চেক করুন|
ছাপাই এবং সম্প্রসারণ
আমরা এই ৮ দিনের ডেটা ডিটক্স কিট এর মুদ্রণ সংস্করণ কে এই ভাষা গুলোতে অনুবাদ করেছি: ডাচ, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইন্দোনেশিয়ান, নরওয়েজিয়ান, স্প্যানিশ, স্বেডিশ, পর্তুগিজ, পোলিশ।
যদি আপনি পি ডি এফ কপি চান তাহলে কোন ভাষায় আপনার দরকার এবং এইটা আপনি কি ভাবে কাজে লাগাতে চাইছেন জানিয়ে নিচে লেখা ইমেল আই ডি তে মেল করে অনুরোধ করতে পারেন: datadetox@tacticaltech.org
এরই সাথে আমরা অন্যান্য ভাষায় অনুবাদ করার জন্য নতুন লোকের খোঁজে আছি। যদি আপনি অনুবাদ, অনুকুলন, প্রুফ রিডিং বা কোন নতুন তথ্য শেয়ার করতে চান, তাহলে সফার সাথে এইখানে সম্পর্ক করুন datadetox@tacticaltech.org!
ট্যাক্টিকাল টেক এর ব্যাপারে
ট্যাক্টিকাল টেক একটি বার্লিন এ অবস্থিত একটি সঙ্গঠন যার কার্যক্ষেত্র প্ৰযুক্তি, মানব অধিকার এবং নাগরিক স্বাধীনতার মিশ্রণ| আমরা তাদের ট্রেনিং করাই , গবেষণা করি এবং সাংস্কৃতিক হস্তক্ষেপ তৈরী করি যার মাধ্যমে ডিজিটাল সুরক্ষা, গোপনীয়তা এবং ডেটা নৈতিকতা কে ঘিরে সৃজনাত্মক বিস্তৃত সামাজিক এবং রাজনৈতিক আলোচনার জায়গা তৈরী হয়ে|
tacticaltech.org
@info_activism
facebook.com/tactical.tech
email: ttc@tacticaltech.org
ক্রেডিট এবং লাইসেন্সিং
ধারণা এবং বিষয়বস্তু: ট্যাকটিক্যাল টেক
ডিসাইন: করিন্না হিঞ্জেলবাউম এবং ইওরিগোস বাগাকিস
চিত্রণ: আলেসান্দ্রো ক্রিপস্টা
এবং ট্যাকটিক্যাল টেক এর অন্য ফানডার দের সাহায্য ছাড়া ডেটা ডিটক্স কিট সম্ভব হত না|প্রতিষ্ঠাতা সমর্থক (2017-2020): মজিলা ফাউন্ডেশন
CC BY-NC-ND 4.0 এই ডেটা ডিটক্স কিটের উপযোগ Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International license থেকে বাধ্য।
ডেটা ব্যবহার করার নীতি
ডেটা ব্যবহার করার নীতি জানার জন্য এই লিংক দেখুন